শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউটিং চালু রাখতে হবে -শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউটিং চালু রাখতে হবে -শিক্ষা প্রতিমন্ত্রী

সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু রাখতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউটিং শুরু করতে হবে এবং সবর্দা সক্রিয় থাকে তা লক্ষ রাখতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং অন্তভূক্তির করার সিন্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার শতভাগ স্কাউটিংয়ের উদ্ধোবনী অনুষ্ঠানে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি কথা বলেন।তিনি আরো বলেন গোয়ালন্দের বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার সাহেবের আন্তিরিক চেষ্টায় এই উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউটিং চালু করা সম্ভব হয়েছে।বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়ই প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউটিং চালু করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
গোয়ালন্দ উপজেলার নাজিরউদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা উপজেলা নিবার্হী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, বাংলাদেশ স্কাউটিংয়ের ফরিদপুর অঞ্চলের উপ পরিচালক লিয়াকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা স্কাউটিংয়ের সাধারন সম্পাদক আরিফা বেগম প্রমুখ